আসি আসি করে এসেই তো গেলো
আশি পূরণের সাল  
কখন কী করে পেরিয়ে এলাম
এ জীবন এতো কাল !!


কাজের কাজ কি হয়েছে কিছুই ,
না-কি অকারণে বয়সকে ছুঁই
ছড়িয়ে ছিটিয়ে অকাজের জঞ্জাল !!


বয়স কি শুধু যাপনের সঞ্চয় ?
আপন আপন করে করে শুধু
আপনের সঞ্চয় ?


প্রেমের দায় কি শুধেছি কারোই,
না-কি মিছে আমি আনন্দে রই  
ভিতরে জড়িয়ে বিনাশের কঙ্কাল !!


(রচনার তারিখ - ০১/ ০১/ ২০২৩)