একটু দাঁড়াও চোখে চোখে চাও
দাও আজ কিছুটা সময়
এ জীবনে আর একথা বলার
অবকাশ হয় কি না হয় ।।


নিভৃত এ রাত জোছোনাতে বোনা
মেঘভাঙা চাঁদ কী বলে শোনো না
কুয়াশার ধুপ ছোঁয়া অপরূপ
এ আকাশ হয় কি না হয় ।।


বুনো বাতাসের বয়ে আনা ঘ্রাণ ছুঁয়ে
ফুল হয়ে যাক ভুলগুলো সব ধুয়ে ।


হৃদয়ে হৃদয় রাখো তুমি যদি
বইবে প্রেমের অবিনাশী নদি
গেয়ে এই গান দেখো দুটি প্রাণ
ইতিহাস হয় কি না হয় ।।



(৩১/০৮/২০১৭ - ০৫/০৯/২০১৭)