একটি রুপালী নদী দুই কূল ছোঁয়া মাঠ
একটি সবুজ বন
একটি কোমন মাটি, মাটির মানুষ
দেখেছি তাদের মন
এমনটি আর কোথায় পাবো
বাংলাদেশের মতন ।।
মালায় গাঁথা ফুলের মতো
ছোট ছোট ঘর
ঘরের চালে মাটির দাওয়ায়
রোদ বৃষ্টির আসা যাওয়ায়
এমনই বাসর
সেই বাসরকে রঙে সাজায়
জোছনা চন্দন ।।
হাওয়ায় দোলা ধানের পাতায়
ঝিরি ঝিরিঝিরি গান
ঢেউয়ের তালে ভাটির দোলায়
সুখ দুঃখের সারি শোনায়
সোনালী সাম্পান
সেই সুরেরই রঙে সাজাই
দু'চোখে অঞ্জন ।।