একটি বই
পুরোনো বইয়ের দোকান থেকে কেনা
তারই মাঝে রাখা একটি ফুলের পাপড়ি
কেন মনে হয় বড় চেনা ।।
মনের কথার উপমা সাজিয়ে ফুলে
কারও দেয়া বই খুলে
আমি কখনও রেখেছিলেম কি ভুলে
প্রতারক স্মৃতি সে কথাটি আর
কোনোদিন জানাবে না ।।
বুকের ভিতর সেতারে সেতারে ঝালা
কেন আজও এই জ্বালা
কোমল গান ধারে খোলে না সেই জানালা
জীবনের কাছে সবই কি ফুরায়
রয়ে যায় শুধু দেনা ।।