একই মাটি পায়ের নিচে
মাথার উপর একই তো আকাশ
আলো হাওয়া জলের ধারা
একই বারো মাস
তবে কেন হয়না  সবার
একই রকম অন্ন বস্ত্র
এক রকম আবাস ।।


খুশির দিনে একই খুশি
বলতে গিয়ে গানে
হাজার দ্বিধা আসে কেন প্রাণে ।
অথচ সব রাত্রি শেষে
একই তো ভোর এক আলোর প্রভাস ।।


সবাই মিলে একই সাথে
চলতে কিসের মানা
জীবন পথের একই তো ঠিকানা ।
কোটি প্রাণের একটি আশা
অধিকারের হোক এবার বিকাশ ।।