গহন মাত্রাবৃত্ত : অক্ষরবৃত্তে
---------------------------------------
এখন তো প্রয়োজন ফুরিয়েছে ধ্রুব তারাটার ।
পথ চিনে নিতে তুমি আজ
নিজেই সাজাতে পারো হাজার তারার কারুকাজ ।।
এখন তুমিই এক নিখুঁত নাবিক
যতোই নিকষ হোক রাতের সাগর
কোনোদিন হারাবে না দিক ।
নিজেই নিজের মতো খুলে নেবে আঁধারের ভাজ ।।
অসময়ে মেঘে ঢাকা ধ্রুবতারাটার
আবার প্রকাশ নিয়ে কতোদিন চেয়ে থাকা আর ?
তোমার সময় থাক শুধুই তোমার
আলোয় আলোকময় আপন জ্যোতির
ছায়াপথ ফুরাবে না আর ।
জগত দেখুক চেয়ে তোমারই সে নিরুপম সাজ ।।
---মোহাম্মদ রফিকউজ্জামান // ০৫/০৩/২০২০