একদিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো ।।


যেখানে থাকবে না কোন বাঁধন
থাকবে না নিয়মের কোন শাসন
পাখি হয়ে উড়বো ফুল হয়ে ফুটবো
পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছাড়াবো ।।


অজানা পথে অচিন দেশে
ঝরনা ধারা হয়ে যাবো ভেসে
তারা হয়ে উঠবো মেঘ হয়ে ভাসবো
লুকোচুরি খেলার ছলে লুকিয়ে রবো ।।