একান্ত নিয়মে বাঁধা সময়ের ঘড়ির কাঁটায়
বছর পেরিয়ে শেষে এসে যায় নতুন বছর
কিছুই না-বলে সূর্য চলে তার আপন ঘাটায় ।।
বয়স লুকিয়ে হাসে – প্রশ্ন করে কীবা আসে যায়
বিগত বা আগত’র কতোটুকু মানুষের দায়
তুমি তো ঘোরেই আছো জন্ম থেকে মৃত্যু একই ঘোর
কে আছে যে বাঁধা ঘড়ি ভেঙে ফেলে জীবন কাটায় !!
চলার ভিতরে কারো – ভিন্নতর আছে আরো চাল
কে পারে শোনাতে গান ভেঙে-চূরে অমোঘের তাল
জানো কি কখন ঘটে পূর্ণ থেকে শূন্য বাহুডোর
কে জানে কে এলো গেলো অগনিত জোয়ার ভাটায় !!
--- মোহাম্মদ রফিকউজ্জামান // ০১/০১/২০২০
[ অক্ষরবৃত্ত ৮+৪+৬ চলনে ১৮ মাত্রার ]