এক গাঁয়ের এক কিষান বধূ
সারাবেলা স্বপ্নে দু'চোখ ভরে
ছোট্ট এ ঘর ছোট্ট দাওয়া
একটু সবার আদর পাওয়া
স্বামীর হাতের একটু ছোঁয়া
ছোট্ট মাটির ঘরে ।।
ঘাটের থেকে জল আনে সে
ধান শুকায় আর ধান বানে সে
স্বপ্ন সাজায় নতুন ওঠা ধানে
থাকবে সুখে দেবর ননদ
শাশুড়ি সন্তানে ।
অনেক দিনের অনেক আশার
আনন্দে তার অশ্রু হয়ে ঝরে ।।
হাজার ধনের চাইতে দামী
ঘাম জড়ানো ক্লান্ত স্বামী
মূল্য এবার দেবেই নোলক কিনে
হাটের থেকে ধান বিকিয়ে
ফিরে আসার দিনে ।
মহাজনের কঠিন থাবা
ছিনিয়ে নেয় খুশির আভা
শোধ করা হয় সুদ আসলে দেনা
এ বছরও হয়না বধূর
নাকের নোলক কেনা ।
হাজার গাঁয়ের হাজার বধূ
এমনি বাঁচে হাজার বছর ধরে ।।