এই যে এসেছো – ফিরবে আবার বলে কি ?
যেতে চাইলেই – যেতে পারে কেউ চলে কি ?
বাঁধি নি বলেই এ বাঁধন কাটা যায় না
খোঁজ নিয়ে দেখো কী বলে মনের আয়না ।।


আয়না দেখেই জানি চমকাবে দৃষ্টি
ওপারে যে আছে সে শুধু প্রেমের সৃষ্টি
মিছেই খুঁজবে পুরানো তোমায় ---
কেউ তাকে খুঁজে পায় না ।।


এই যে নতুন রূপে চিত্রিত দৃশ্য
সেখানে ছড়িয়ে রয়েছে আমার বিশ্ব
আপন সত্তা মিলে গেলে আর ---
কেউ ফিরে যেতে চায় না ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ২৬/ ০৪/ ২০২২