দুষ্টুমিটা গেলো না আর কারো
যাবার বেলা পেছন থেকে ডাকো,
সব দরোজা বন্ধ করে দিয়ে
পারলে শুধু নীরব হয়ে থাকো ।।  


নিজের থেকে নিজের ছুটি নেয়া  
যে ছুটি নেয়, থাকে কি তার পায়ের ধ্বণি  কোনো,  
তোমরা মিছে কান বাড়িয়ে তবু  
ঝরা পাতার মর্মরিত কান্না কেন শোনো ?
নতুন দিনে কোনো নতুন চিত্র বুকে আঁকো ।।


পথের শেষে যে জন মিশে গেছে  
কোথাও তার থাকে না আর তারার মতো আলো,
যায় না স্মৃতি হাত বাড়িয়ে ছোঁয়া
অকারণের হাতছানিতে দৃষ্টি করো কালো ।  
যে যায় তাকে চিরদিনের  বিস্মরণে ঢাকো ।।
_______ মোহাম্মদ রফিকউজ্জামান // ১৭/১২/ ২০২১