দুধের স্বাদ যার ঘোলে মেটে
তাতেই জীবন গেলো কেটে
তার খাঁটি দুধ সয় না পেটে
তাই তো মরে চাঁছি চেটে ।।
তেমনি দশা হলো রে তোর
জনম ভরে কাটলো না ঘোর
নিজের ঘরে নিজে-ই চোর
মরলি ভূতের ব্যাগার খেটে ।।
বোঝার ভুলে বাড়লো বোঝা
কার শাপে যে কাটলো সাপে
তাও তো বলে দেয় না ওঝা ।
বিষ কেবলই ভাটিতে ধায়
সাধন-সূধা শক্তি হারায়
জামান তোরে রাহুতে পায়
অন্ধ পাঁজির সুদিন ঘেঁটে ।।
--- মোহাম্মদ রফিকউজ্জামান
০৯ / ০৫ / ২০২০