আস্থায়ীঃ-
দৃষ্টি দিয়ে লাভ কি বলো আমার মনের আয়নাটিতে
ভাঙা কাচের টুকরো গুলো পারবে না- তো জোড়া দিতে ।।


অন্তরাঃ-
ভেঙেছিলো সেই যে কবে প্রেমের খেলা খেলতে গিয়ে
ছোট্ট বুকে চাঁদের ছায়া মেলতে গিয়ে ।
সেতুবন্ধ পংক্তিঃ-
আলো তো নয় চাঁদ আমাকে কলঙ্কটাই বললো নিতে ।।

সঞ্চারীঃ-
কী করে আর তোমায় বলো চিনবো
এইখানে আর ফোটে নাতো কোনো প্রতিবিম্ব ।


আভোগঃ-
ঢেকে গেছে টুকরোগুলো অনেক ধুলো ময়লা জমে
অন্ধ মনে কলঙ্কেরই কয়লা জমে ।
সেতুবন্ধ পঙক্তিঃ-  
বিনা মেঘের বজ্রপাতে ভাঙনজ্বালাই রইলো জিতে ।।