দোয়েল পাখি গান শুনিয়ে ঘুম ভাঙায়
সূর্য উঠে নীল আকাশের মন রাঙায়
আর কোথাও নয় আর কোথাও নয়
এমন সকাল বাংলাদেশেই হয় ।।


রাখল ছেলের ক্লান্ত বাঁশির সুর এসে
ঝিম ধরানো ঘুঘুর ডাকে যেই মেশে
ওমনি ঝিলে শাপলা ছুঁয়ে উদাস হাওয়া বয় ।
এমন মধুর দুপুর শুধু বাংলাদেশেই হয়। ।।


মায়ের মুখের রুপকথা যেই যায় থেমে
চোখ দুটোকে জড়ায় এসে ঘুম নেমে
বন পেরিয়ে তখন একা চাঁদটা জেগে রয় ।
এমন নিঝুম রাত্রি শুধু বাংলাদেশেই হয় ।।