[ দরবারী আলাপ দিয়ে শুরু হবে ]
------------------------------------------------
দরবারে হাত তুলবো বলেই
দরবারী-তে বেঁধেছি গান
আরোহী আর অবরোহীর
সপাট তানে কাঁদিয়ে প্রাণ ।।
উদারা মুদারা তারায়
শুদ্ধ-কোমল স্বরের ধারায়
কোথায় গিয়ে চেতনা নাই
কোথায় করো চেতনা দান ।।
সা-রে-জ্ঞা-মা-রে-সা-রে-ণি-সা-দা, সা-ণি-রে
সা-মা-পা-দা-নি-পা
মা-পা-জ্ঞা-মা-রে-সা-ণি ----
জানি জানি
আমি যে তোমারই সে-তো জানি ।
পেরিয়ে সাধনা সাগর
গন্ধ-মধুর সুরের আগর
কোথায় পাবো জানি না তাই
তুমিই পারো বাঁচাতে মান ।।
--- মোহাম্মদ রফিকউজ্জামান // ০২/০৬/২০২০