দিনের আলোতে – রাতের কালোতে
যে শুভ মিলন হয় এসে
অরূপ রূপের সে দৃশ্যটাই
অদৃশ্যে অন্তরে মেশে ।।
রঙের এবং রংহীনতার প্রভেদ মেটাবে বলে
যে বর্ণছটা ক্ষণিকেই ওঠে জ্বলে
বুকের গভীরে দেখি আমি সেই
উজ্জ্বলতাই ওঠে হেসে ।।
আমার আঁধার নেই
নিজের গহীনে চেয়ে পথ চলি
আমি সেই ছটাতেই ।
প্রাণের ভিতর প্রাঞ্জলতার তুলির আঁচড়ে আঁকা
সে চিত্রকলা গোপনেই থাকে ঢাকা
আড়াল সরিয়ে আমি একা সেই
রঙমহলেই থাকি ভেসে ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ১০/ ১২/ ২০২১