[ বাঘের গলায় হাড় (২য় অংশ ) ]
-------------------------------------
দিনে দিনে জরো-জরো
ক্ষুধায় ব্যথায় মরো-মরো
বাঘ দ্যাখে তার পাশের জলায় দাঁড়িয়ে এক বক,
হাতদুটোকে করে জড়ো
দুটি পায়ে পড়ো-পড়ো
এগিয়ে যায়, বকের চেয়ে বাঘ কাঁপে ঠক-ঠক ।।


বককে বলে, ‘’এখন আমি মাংস খাই না আর
হাড় খুলে দাও, যা চাবে তাই পাবেই পুরষ্কার’’ ।
বকটা ওঠে নড়ে-চড়ে
পুরষ্কারের লোভে পড়ে
বাঘের গলায় মাথা দিয়েই হাড় দ্যাখে চক-চক ।।


লম্বা ঠোঁটে যতন করে হাড়টা করলো বার
বাঘকে শুধায়, ‘’কী দেবে ভাই, কেমন পুরষ্কার’’?
বাঘটা বলে রেগে গিয়ে,
‘’আমার গলায় মাথা দিয়ে
বেঁচে আছিস এর বেশী কী চাস-রে আহাম্মক’’ !!


[ বাচ্চারা সমবেত ভাবে গেয়ে উঠবেঃ-
এ গল্পটা থেকে আমরা শিক্ষা পেলাম এই
দুষ্ট লোকের মিষ্ট কথা বিশ্বাস করতে নেই। ]