দিন আসে দিন যায়
কতো ঋতু বদলায়
আমাদের ভাগ্যটা বদলায় না ।
ছেঁড়া-খোঁড়া চালা ঘরে
ঝড়-জল-রোদ ঝরে
তবু প্রাণ আলো হাওয়া জল পায় না ।।


সময়ের কারাগারে বন্দী রাতে
সুখ যেন মরে গেছে যন্ত্রণাতে
পাঁজরে আগুন জ্বালি তবুও কেন
এই কালো রাত ভোর হতে চায় না ।।


ক্ষুব্ধ দু'চোখে খুঁজি তন্দ্রাহারা
ভাগ্যের চাকাটাকে রুখছে কারা?
তবুও সময় গুনি ঘুরে দাঁড়াতে
তাই জীবনের গান থেমে যায় না  ।।
------ (c) মোহাম্মদ রফিকউজ্জামান // ২৩-১১-১৪
__________________________________