ধানের ক্ষেতে যখন নবীন ধান আসে
তখন আমার বুকে গান আসে
শুকনো নদী ভরতে যখন বান আসে
তখন আমার বুকে গান আসে
সে গান আমার বাংলা ভাষার গান
বাংলাদেশের আলো আশার গান ।।
সূর্য জেগে ওঠার আগে
গাঁয়ের ঘরে মানুষ জাগে
বউ ঝিয়ারী আপন হাতে
থালা সাজায় পান্তা ভাতে
হাওয়ায় তখন মরিচ পোড়ার ঘ্রাণ আসে
সেই গন্ধে আমার গান আসে ।।
কিষান চলে শ্যামল মাঠে
মাঝি চলে খেয়া ঘাটে
কামার কুমার তাঁতী জেলে
ঘরে আপন জীবন মেলে
সারাটা গ্রাম জুড়ে নতুন প্রাণ আসে
সেই গর্বে আমার গান আসে ।।
দুপুর রোদে ক্লান্ত হয়ে
হাটুরে যায় বাহক বয়ে
সেরে হাটের লেনাদেনা
ডুরে শাড়ি হয়না কেনা
বধূর বুকে গভীর অভিমান আসে
সেই কষ্টে আমার গান আসে ।।
দিনের শেষে সন্ধ্যা নামে
জোনাক জ্বলা নিঝুম গ্রামে
দাওয়ার পরে কুপি জ্বেলে
দাদু বসেন কিতাব মেলে
উঠোন জুড়ে পুঁথির সোনা ভান আসে
সেই দৃশ্যে আমার গান আসে ।।