দ্যাখো / কী সহজে সহজ কথায় হাসতে পারি,
              হৃদয়-গলা বন্যা ধারায়
              কী সহজে সুখের স্রোতে ভাসতে পারি ।।


দ্যাখো / কী সহজে বুকের কাঁটা খুলতে পারি
            পিছু-ডাকের সব আবেদন ভুলতে পারি ।
            আপন মনে মন হারাতে
            নিজের কাছে নিজেই ফিরে আসতে পারি ।।


দ্যাখো / কী সহজে আড়াল হয়ে বুঝতে পারি
             নিজে নিজের ভুল গুলো সব খুঁজতে পারি ।
             প্রাণের আগে আয়না ধরে
             সহজ হয়ে সহজ ভালোবাসতে পারি ।।
------- মোহাম্মদ রফিকউজ্জামান // ০৭/ ০২/ ২০২৩