দাস-দাসী একত্রে মিলে
হলাম এক অভিন্ন সত্তা,
শূন্যে মেলার মিলন খেলায়
অসার কী, আর কী সারবত্তা ?।
কোনটা আগে করবো শাসন
কোনটার দণ্ড হয় নির্বাসন
মাঝে কোথায় শূন্যের আসন
জানলে তৃষ্ণা হয় প্রমত্তা ।।
দ্বিরূপ থেকে স্বরূপ মাত্রা
তার পরে তো অরূপ যাত্রা
কোন লয়ে তার চলন হবে
বস্তু ধরে কাতরা কাতরা ।
শূন্য মাঝে শূন্য ধারণ
কোন সঙ্কল্পে কার নির্ধারণ
ভাবে জামান নেই আর বারণ
এই আনন্দের নেই ইয়ত্তা ।।
১০ / ০৪ / ২০১৮