চূর্ণ চূর্ণ হয়ে ভেঙে গেলো মন
কী দারুণ - আহা
কী দারুণ তার চোখের আক্রমণ ।।
সামলে নেবার সময় দিলো না সে-তো
তা-হোলে কিছুটা হয়তো বাঁচানো যেতো
আমার থেকেই আমাকে সে চোখ
করলো যে লুণ্ঠন ।।
দৃষ্টি তো নয়, আগুন ঝরা সে বাঁশী
বিজুরি-ছটাতে চমকে ওঠা সে- হাসি
হঠাৎ জ্বলেই পোড়ালো আমার
সংযমী বন্ধন ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ২৬ / ১২ / ২০২৩