ছোট বড় হাজারও চিঠি আসে রোজ
ভালোবাসি কিনা তা নিতে চায় খোঁজ
আমি যারে চাই তারে আজও দেখি নাই
বলো তারে কোথায় গেলে পাই ।।


ওরে চোখ ওরে ও রঙিন চোখ
কেন পড়েনা পলক
ওরে চোখ ওরে ও রঙিন চোখ
কত রঙে কত লোক ।
তবু আমি যারে চাই...... ।।


ওরে মন ওরে ও পাগল মন
কারে খোঁজ সারাক্ষণ
ওরে মন ওরে ও পাগল মন
ডাকে দ্যাখো দ্যাখো কতজন ।
তবু আমি যারে চাই...... ।।