চোখ সরানো যতো সহজ
মন সরানো অতো সহজ নয়
ভালোবেসেও কেন যে এই
দূরে যাবার মিথ্যে অভিনয় ।।


ভুলের কাঁটায় ভুল-ই ফোঁটে
ফুল ফোটানো যায় না
অন্ধ হৃদয় হয় না কারো
ভালোবাসার আয়না ।
ভুলের খেলায় হৃদয়টাকে
যায়না করা অন্ধ
স্বপ্নগুলো সত্যি হলে
থাকে না আর দ্বন্দ্ব ।
কাঁটার ভয়ে ভুলের ভয়ে
ভালোবাসার হয়না পরাজয় ।।


অনেক দিনের অনেক আশার
প্রেশা পরা রেশকে
বুকটা জুড়ে খুঁজছে শুধু
সুখে ভেজার প্রেশকে ।
প্রেমের আকাশ হঠাৎ মেঘে
ঢাকতে পারে হয় তো
এক পলকের একটু আড়াল
চিরদিনের নয় তো ।
আকাশটা যার শ্রাবণ ঘেরা
ফাগুনে তার রয়না পরিচয় ।।