চাঁদ ভেসে চলে কুয়াশার পানসীতে
জোছনা গুটিয়ে জড়োসড়ো ভঙ্গীতে ।।
নিচে পৃথিবীর মানুষেরা কাঁপে
দারিদ্র নামে অতিকায় পাপে
হিম নেমে আসা পউষ-মাঘের হাড় জমানোর শীতে ।।
শরীরে শরীরে জড়াজড়ি করে
উত্তাপ খুঁজে কামনায় মরে
আরো ক্ষুধাতুর নবজাত বাড়ে দিনে-দিনে ঘরে-ঘরে ।
তারা জোছনার কবিতা লেখে না
ভয়ার্ত মনে লেখে তার দেনা
তার চেয়ে বড়, আসল ছাড়াই সুদ কতো হয় দিতে !!
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ১৯/০১/২০২০