বুকের ভিতর একটি গোলাপ, একটি কাঁটায় তার
যে ক্ষতটি সৃষ্টি হলো - সেইতো অহঙ্কার
আমার ) সেইতো অহঙ্কার ।।


আমার ) অহঙ্কারের মূল্য
গোলাপটা-ই বুঝলো শুধু পাপড়ি যখন খুললো
সে তার ) পাপড়ি যখন খুললো ।
কেমন করে লাল হলো তা করলো আবিষ্কার ।।


একটুখানি রক্তক্ষরণ
তাতে কারো হয় কি মরণ!
ক্ষত আমার ক্ষতি তো নয়, ক্ষতই আমার লাভ
বুকের ভিতর ফুল ফোটানোর দুরন্ত স্বভাব ।


ফুলের ) সুগন্ধটার মূল্য
হৃদয়টাকে করলো ধনী, মুখটা যখন তুললো
সে ফুল ) মুখটা যখন তুললো ।
আপন হয়ে সুখ দিতে কে পারবে অমন আর ! !



(রচনাকালঃ  ০৮ এপ্রিল ২০১৮)