বুকে পথ কেটেছি অনুরাগে হেঁটেছি এতো দূর
এক তারে বুনেছি বুনে বুনে শুনেছি মেঠোসুর।
দীপ্ত হৃদয় রে
কিসে আর ভয় রে !!


পথটির ধুলিতে
এঁকে রাখি তুলিতে - স্বাধীনতা
এর প্রতিটি রেখা
শহীদের না-লেখা - যতো কথা।
ধুলি কনা নয় এ, রূপা সোনা নয় এ - কোহিনূর।
দীপ্ত হৃদয় রে
কিসে আর ভয় রে !!


মুক্তির চেতনা
মুখে বলা সে তো না – প্রাণে প্রাণে
রক্তে-ঘামে কেনা
স্বদেশের সে দেনা – জাগে গানে।
জমিদারী নয় এ, আদি পরিচয় এ - গণপুর।
দীপ্ত হৃদয় রে
কিসে আর ভয় রে !!


১৭ / ১২ / ২০১৮