বুকে যার ভালোবাসার ঝড়
সখি) আগুন দিয়ে পোড়াসনে তার ঘর
শেষে) ঝড়ে আগুন বাড়বে দ্বিগুণ
পুড়বে শেষে তোর কাঁচা অন্তর ।।
ও তুই) খেলার খেলা খেলতে আসিস না
প্রেমের আগুন কত পোড়ায়
না জেনে তুই ভালোবাসিস না
শেষে যে তোর বুকের থেকে
সুখের আশা হয়ে যাবে পর ।।
ও তুই) চোখের ভুলে মনকে টানিস না
মনের মরণ হলে যে তুই
সব হারাবি সে কি জানিস না
শেষে কি তুই নিজের থেকে
নিজেকে তুই দিলি তেপান্তর ।।