বহুদিন তার পায়ের মল বাজেনি আমার আঙিনায়
আমি জানিনা জানিনা আমার ঠিকানা
তার মনে আছে কিনা মনে নাই ।।


আসি বলে তার চলে যাওয়া মনে পড়ে
আর হাসির বিজলী কান্নার মেঘে
গলে যাওয়া মনে পড়ে
সে কি কান্না লুকাতে ছুটে যেতে যেতে
আমার মিনতি শোনে নাই ।।


যতো কথা তার সুরে সুরে ফিরে আসে
আর স্মৃতির রাত্রি দুঃখের মতো
ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে
সে কি আমার মতনই একা জেগে
বিরহ রজনী ভোলে নাই ।।