পতাকার লাল সূর্যটা মাগো
প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও
স্বাধীন সত্তা মেলে দাও ।
আলোর প্রভায় জ্বলুক সবাই
সমবেত স্বরে বলুক সবাই
বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ ।।


তোমার জন্যে ভেদাভেদ সব ভুলতে শেখাও
মানুষে মানুষে সমতার দ্বার খুলতে শেখাও
বিঘ্ন বাঁধাকে দ্বলুক সবাই
সামনে তাকিয়ে বলুক সবাই
বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ ।।


প্রাণের সাম্যে আগামীর সুর শিখুক সবাই
জীবনে জীবনে বাঁধনের গান লিখুক সবাই
দ্বীপ্ত চরণে চলুক সবাই
কণ্ঠ মিলিয়ে বলুক সবাই
বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ ।।