বিন্দু বিন্দু অশ্রু-মুক্তা
খরচ করি না – জমিয়ে রাখি ।
কষ্ট  পাবার  কষ্ট নেবার
অনুভুতিগুলো  দমিয়ে রাখি ।।  


অশ্রুবিন্দু জমে জমে ক্রমে
হৃদয়ে সাগর হোক
জানিয়ে কী লাভ প্রতিটি কণার
কবিতায় কতো শোক ।
বোঝার মতন  গহীন গোপন
দোসরের আশা কমিয়ে রাখি ।।


স্বপ্ন-মুক্তি দিনে দিনে চিনে
আকাশে আকাশ হই
ভালোবাসি খুব নিজেকে নিজেই,
আমি আর কারো নই ।
অসীম যখন সীমায় তখন
নিজেকেই অবনমিয়ে রাখি ।।  
--- মোহাম্মদ রফিকউজ্জামান   // ২০২৩