ভেঙে যাবেই কাচের চুড়ি
ভেঙে যেতেই তৈরী সে হয়
কিন্তু তাতে যে হাত কাটে
কেটে যেতেই তৈরী সে নয়
তবু কেন এমনই হয় সময় সময় ?।


ভাঙা কাচে মন কাটে কি
কারো কারো হয়তো কাটে, সবার বেলা তাই খাটে কি?
তবু কেন শিউরে উঠি ----
কোথায় যেন দেয় উঁকি এক অজানা ভয় !!


অল্প দামের কাচের চুড়ি হাত নাড়ালেই বেজে ওঠে
ইচ্ছে করেই নাড়াতেও
কারো নজর কাড়াতেও
রংবেরঙের চুড়িতে মন সেজে ওঠে।


ভাঙা-গড়া হয় তাতে কি
ভালোবাসা টিকবে কি-না সেটাও লেখা তার সাথে কি ?
আমি শেষে এই জেনেছি ----
কথার কথা কইতে সবাই যা খুশী কয় ।।



[১০/ ১০ / ২০১৭]