ভাঙতে যদি ইচ্ছে করেই
আর কিছু নয়, ভেঙো আমার মন
শব্দটা কেউ নাই বা শুনুক
তোমার বুকেই বাজবে সে কম্পন ।।
হোক না এটাই, হোকনা তোমার
ইচ্ছে-পূরণ খেলা
মনের কোনো আপত্তি নেই
তোমার হাতের খেলনা হবার বেলা ।
তুমি, শুধু তুমি ছাড়া
আর কে জানে আমার কী ক্রন্দন !!
ইচ্ছে শুধু একবারই কি হয়
বারে বারে ভাঙতে হলে গড়বেও নিশ্চয় ।
থাক না এখন, থাক না প্রাণের
অন্ধ-উতল আশা
গোপন হয়ে ঘুমন্ত থাক
তোমার বুকের তীব্র ধারায় ভাসা ।
ভাঙ্গো-গড়ো, ফেলো-তোলো
এক হিসেবে এটাই তো বন্ধন ।।
--- মোহাম্মদ রফিকউজ্জামান // ৩১/০৩/২০২০