ভালোবেসে কেন আমি হলাম অপরাধী
বুকের আগুন চোখে নিয়ে কেন আমি কাঁদি ।।


কারে বুঝাই ভালোবাসা বাঁধা মানে না
মন শুধু মন ছাড়া কিছুই জানে না
সেই মনেরই মানুষটাকে হারিয়ে আমি
কেন এই জ্বালা বুকে বাঁধি ।।


এতো ব্যাথা প্রাণে ধরে বাঁচা হলো দায়
কোন ভূলে আজ আমি এতো অসহায়
আজ মরণও আমায় কেন চোখে দেখে না
হলো যে প্রেমেরই সমাধি ।।