ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন
ভালোবাসা আমাদের সবার জীবন
যেখানে থাকি যেভাবে থাকি
ভালোবাসাতেই হবো সবার আপন ।।


চোখের পাতায় আঁকা মায়ার কাজল
ভালোবাসা আমাদের মায়ের আঁচল
শত মমতায় জড়ানো সবাই
ভালোবেসে এঁকে যাই সুখের স্বপন ।।


বুকের মাঝে পাতা স্নেহের শাসন
ভালোবাসা আমাদের পিতার আসন
মনে রাখা চাই সবারই সবাই
ভালোবেসে হতে চাই সবার স্বজন ।।