বাঁচতে যদি হয় তবে তো
বাঁচাতেও হবে
অন্যকে বিপন্ন করে
কে সুখী হয় কবে ।।
সবাই মিলে পদে পদে
পরস্পরকে নিরাপদে
রাখতে হবে থাকতে হবে,
নিয়ম নীতি জেনে মেনে
সবাইকে সেই পথে এনে
চলতে হবে বলতে হবে,
সবার প্রতি ভালোবাসা
উঠবে জেগে তবে ।।
সবার সেরা মানুষ আগে
সমাজ সত্যে যদি জাগে
ভ্রান্তি ফেলে শান্তি মেলে,
স্বাধীন আশা বুকে ধরে
স্বদেশকে সেই আলোয় ভরে
রাখতে পারে জাগতে পারে,
তবেই জানি সামনে চলার
অগ্রগতি রবে ।।