নিজেরে তুই না চিনে মন
এদিক ওদিক যখন তখন
কোথায় যাস, যাস কোথায়
আয় ফিরে তোর প্রাণের বারান্দায় ।
আয় রে আয়, আয়রে ফিরে আয়
আয় ফিরে তোর প্রাণের বারান্দায় ।।


আমার গাঁয়ের নানান কাজে
কী মধুর ছন্দ বাজে
তার তুলনা পাবি আর কোথায় ।।


কাজের ফাঁকে সারাবেলা
মন মাতানো গ্রামীণ খেলা
এই জীবনে তা কি ভোলা যায় ।।


কত হাজার বছর ধরে
হৃদয় আমার আছে ভরে
আছে সবই রূপসী বাংলায় ।।