আসবে বলে কথা দিয়ে
কোথায় ছিলে ভুলে গিয়ে
গতকালের সন্ধ্যা আমার
ভালো কাটেনি
ছিঁড়ে ফেলে বেলির মালা
কেঁদে ছিলাম রাত্রির বেলা
খুলে ফেলে ছিলাম আমি
বিনোদ বেনী ।।


মুখে তোমার কথার কথা
ছলকলা মনে
বশি করন তাবিজ দিয়া
মারো উচাটনে
দেখবে আমি মরে গেলে
মরবে তুমি অশ্রু ফেলে
বুঝবে আমার প্রেম কখনো
পিছু হটেনি ।।


আবার যদি এমন করো
কথার কথা বলে
আমি তবে তোমায় ছেড়ে
দূরে যাবো চলে
বুক ফাটে তো মুখ ফোঁটে না
এমন কথা আর খাটেনা
তাই তো আমার মুখ ফুটেছে
বুক ফাটেনি ।।