আর কি আমার হবে গো সময়  
এমন ভগ্নদশায় উঠা বসায়
পতন হবার ভয়
সদায় পতন হবার ভয় ।।


সকাল গেল আলাভোলায়
দুপুর গেল রঙের খেলায়
আমি এখন খুঁজি ভাটি বেলায়
এখন খুঁজি ভাটি বেলায়
তোমার পরিচয় ।।


পিরিত বৃক্ষের পঞ্চ ডালে
চড়তে হয় গো সময় কালে  
হাইরে শেষ সময়ে  পা ফসকালে।।
সমন খাড়া রয়
সামনে সমন খাড়া রয় ।।


জামান বলে বেড়ের বাঁধন
বেফাঁস হলেই গোছে সাধন
তখন নিয়ে শুধু অপার কাঁদন
জনম সারা হয়
সাধের জনম সারা হয় ।।