আমিতো কাঁদি নি,
চোখের গহীনে জলকে রেখেছি ধরে।
তুমি কেন ভেঙে পড়ছো অমন করে !!


আমার বুকেই কাজল মেঘের ঘটা
ঝলসে দিচ্ছে  দারুণ বিজলী ছটা ।
তোমাকে কিছুই দেখাই নি তবু
তুমি কেন যাও শ্রাবণের মতো ঝরে ।।


তোমার  চকিত দৃষ্টি
দেখে ফেলেছে কি আমার ভিতরে
ভাঙনের অনাসৃষ্টি ?


তোমার প্রাণের সে কোন বীনার তারে
বাজলো ঝঞ্ঝা কোথায় অন্ধকারে ?
তুমি কি নিজেই বাজাও নিজেকে
সাথী হয়ে যাও, বেদনার গানে ভরে ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ১০/ ০১/ ২০২৩