আমি সূর্য দেখবো না
আমি চাঁদও দেখবো না
চোখের সামনে কোনো আলো তুমি ধরো না
শুধু তোমার ও মুখ চোখের আড়াল করো না ।।


জীবনে আমার চাওয়ার কিছু তো নাই
বুকের বাসরে তোমাকেই শুধু চাই
দোহায় তোমার এইটুকু চাওয়া
কান্নায় তুমি ভরো না ।।


প্রেমের আগুনে পোড়াও আমার এ মন
মরণ বাঁধনে বেঁধে রাখো এ জীবন
দোহাই তোমার এ বাঁধন খুলে
কোনোদিন দূরে সরো না ।।