আমি সুরেলা গানের পাখি
সুরের আকাশ ভরিয়ে রাখি
হাজার কথা কণ্ঠে নিয়ে
কুহু কুহু ডাকি ।।
জনে জনে আহা মনে মনে
আছে কত ব্যথা কত ভুল
এরই মাঝে যদি কারো বুকে
আমি ফোটাতে পারি ফুল
এই আশাতে ভালোবাসাতে
স্বপ্ন দেখে আঁখি ।।
সুরে সুরে কারো হৃদয় জুড়ে
যদি আসে গানের অভিসার
স্বরলিপি গুলো গেঁথে গেঁথে
আমি সাজাবো মণিহার
এই বাসনায় কথা কবিতায়
ছন্দে ছবি আঁকি ।।