আমি জ্বলের কাছে প্রশ্ন করি, গড়িয়ে যাও কেন?
জল বলে, আমার স্বভাব এই তো
আমি প্রেমের কাছে প্রশ্ন করি, হারিয়ে যাও কেন?
প্রেম বলে আমার স্বভাব এই তো ।।


কারো চোখের থেকে চোখ সরিয়ে
আবার যখন ফিরে চাও
দেখি সেই চোখের ভাষা আগের মতো নাই
তবে কি চোখের স্বভাব বদলে যাওয়া
নতুন চোখের দৃষ্টি চাওয়া
চোখ বলে আমার স্বভাব সেই তো ।।


কেউ সুখের নেশায় মন টিকিয়ে
মনের মানুষ যদি হয়
দেখি সেই সুজন তো হায় দুখের সাথী নয়
তবে কি মনের স্বভাব মন ভোলানো
সুখের রঙে রং মেলানো
মন বলে আমার স্বভাব সেই তো ।।