আমি যেন পথের পাশের কোনো ঘাস
আকাশে তাকিয়ে থাকি অথচ জানি
কোনোদিন নামে না আকাশ ।।
প্রতিরাতে শিশিরকে বুকে নিয়ে ভাবি
আমাকে ভিজিয়ে দিয়ে বুঝি এভাবেই
আকাশ পুরন করে প্রেমের দাবি
ভোর না হতেই আকাশের সূর্যটা
কেড়ে নেয় সেই বিশ্বাস ।।
সারাবেলা অনন্ত নীলিমাকে দেখে
অজানা বাসনা নিয়ে কাঁদি শতবার
প্রাণের নিরব কথা ধুলায় ঢেকে
সেই ধূলা কয় শিকড়ের স্বপ্ন তো
মাটিতেই পায় নির্যাস ।।