আমি যেন এক রাত্রি
যার- সূর্য দেখার ইচ্ছে
আমি- আসতেই দেখি
সূর্য বিদায় নিচ্ছে ।।


সারাক্ষণ তাই আমার দু'চোখে
সূর্য পিয়াসী কান্না
সূর্য তো দেখে ঘাসের সবুজে
ভোরের শিশির পান্না
দেখে না সূর্য কত কান্নায়
আমার দু'চোখ ভিজছে ।।


এ জীবন এক ব্যথার বাঁশিতে
গান থেমে যাওয়া ছন্দ
অন্ধ আবেগে যে সুর বাজাবো
সুরের সেপথ বন্ধ
বুঝিনা হায়রে এতো বন্ধন
কে আজ আমাকে দিচ্ছে ।।