আমি চাইলাম, আলো
তুমি বললে, জ্বালো
বুকের ভিতর আগুন রেখে উঠলাম আমি জ্বলে,
তুমি আমার হলে ।।
আমার সংগে সেই আগুনে
তোমার দহন জ্বালা
গাঁথলো আগুন-মালা ।
দেখলাম আমি কেমন করে একটি কথাই বলে
তুমি আমার হলে ।।
সময় হলে এমনই হয় বুঝি !
বোঝার আগে অনুমানেই সারা জগত খুঁজি ।
বুকের মধ্যে সেই শিখাটি
তোমার নিজের দেয়া
ভিড়লে পারের খেয়া ।
মিশলাম আমি তোমার সাথে এক দহনেই জ্বলে
তুমি আমার হলে ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ০২/০৩/২০২০