তুমি ভয় পেয়ো না ....
ভয় পেয়ো না ....
আমি চাঁদকে বলেছি আজ রাতে
জোছনা লুকাতে ।।
বৃষ্টিকে বলেছি ডেকে
তোমার পায়ের ধ্বনি
রাখতে ঢেকে
আঁধারকে বলেছি সঙ্গী হতে
তোমার নিবিড় কালো চুলের সাথে ।।
লজ্জা কি এখনো তোমার
হাজার চোখের কাঁটা
বিঁধবে না আর
সুখের এ আগুনে একটু শুধু
আমায় পোড়াও তুমি নিজের হাতে ।।