আমি// বৃষ্টি ধারায় ঝরেছিলাম,
জুঁই লতা গো, ডেকেছিলে বলে ---
আমার// মেঘলা হৃদয় গিয়েছিলো গলে ।।


জুঁইলতা গো,  
এতোই তুমি পিপাসিত ছিলে
একটু আমার ছোঁয়া পেতেই  
অঙ্গ ভরে ফুল ফুটিয়ে নিলে ।
তবু// সুবাস্টুকু দেবার বেলায়,
আমি তো নয়, হাওয়ার সাথি হলে ।।


এই আমি তো
নিজের ব্যথা অভিমানে ঢেকে,
ঝরবো আবার বহু দুরের
বাষ্প জমা মেঘ-জলধি থেকে ।
তুমি// আবার হেসো ফোটার খেলায়,
আমি যেথায় যাবার যাবো চলে ।।
----- মোহাম্মদ রফকউজ্জামান// ২৫/ ১০/ ২০২১