আমি ভালোবাসার সুখে
মরে যেতে চাই গো তোমার বুকে
আমি হাজারও জনম ধরে
এ বুকে বাসর গড়ে
চেয়ে রবো তোমারই মুখে ।।
যেদিকে যখন চাই দেখি তোমাকেই
তুমি ছাড়া পৃথিবীতে আর কিছু নেই
জীবনে জীবন তুমি হৃদয়ে হৃদয়
তুমি ছাড়া আর আমার নেই পরিচয়
আমি হাজারও জনম ধরে..... ।।
মেটে না প্রেমের সাধ মরে না আশা
দিনে দিনে বাড়ে শুধু প্রেম পিয়াসা
সুখেরই কাজল তুমি দুখে আঁখিজল
আমাকে জড়িয়ে তুমি লাজেরই আঁচল
আমি হাজারও জনম ধরে..... ।।