আমায় কাছে আসতে বোলো না
পাথরে হোঁচট খেয়ে
চোখের জলে ভাসতে বোলো না ।।
বেশ তো ভালোই আছি
নিজের হাতে প্রদীপ জ্বেলে
একটু খানি আলোয় আছি
এ আলো নিভিয়ে দিয়ে
চাঁদকে ভালোবাসতে বোলো না ।।
ক্লান্ত সুখের মাঝে
নিবিড় ব্যথা আপন হয়ে
বন্দী আছে বুকের মাঝে
সে ব্যথা আড়াল করে
মিথ্যে হাসি হাসতে বোলো না ।।